দরিদ্র জনগোষ্ঠীকে ইফতার ও ঈদসামগ্রী উপহার দিয়েছে রাঙামাটি সদর সেনা জোনের ৬০ ইবি। সদর সেনা জোনের মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি প্রায় ২০০ পরিবারকে গতকাল ঈদসামগ্রী তুলে দেন সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী। ইফতার ও ঈদসামগ্রীর মধ্যে ছিল- ছোলা এক কেজি, বারমিচলি সেমাই এক কেজি, লাচ্ছা সেমাই এক কেজি, খেজুর ৫০০ গ্রাম, স্টিক নুডলস এক প্যাকেট, মুড়ি ৫০০ গ্রাম ও চিনি এক কেজি।