সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত ১৩ ভরি স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা ও হত্যায় ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলো- কিশোরগঞ্জের মো. রিপন মিয়া (৪০), পাবনার মো. আরিফ প্রামাণিক (৩০), মো. শাহ আলম (৪৫), মো. আরমান শেখ (৩৭), রাজশাহীর মো. ইব্রাহিম বাবু (৪৫) ও কুমিল্লার মো. মাসুদ রানা কালা মাসুদ (৪৫)। পুলিশ সুপার বলেন, তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।