দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে কর্মরত শ্রমিকদের সন্তানদের মধ্যে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির দিয়েছে জিটিসি। সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সামনে জিটিসি চ্যারিটি হোমে ৫২ শিক্ষার্থীকে এ উপবৃত্তি প্রদান করা হয়। গতকাল বিকালে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)-এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের সন্তানদের মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।