‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ শীর্ষক সেমিনার গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসংস্থান এবং জনশক্তি অফিস গাইবান্ধার আয়োজনে এ সেমিনার হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক নেশারুল ইসলাম সভাপতিত্ব করেন।