রমজান উপলক্ষে পিরোজপুরে নিম্ন আয়ের ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে পরিবারগুলোর মধ্যে এ উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, চিনি, তেল, পিঁয়াজ, রসুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাসুদ সাঈদী, মামুনুর রশীদ, অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ প্রমুখ।