সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া পানি টাংকি এলাকায় গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গতকাল সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আরিফ ও ডালিম জালকুড়ি উত্তরপাড়ায় বাদীর ভাড়া বাসার প্রতিবেশী। আরেক অভিযুক্ত বেলাল আরিফ ও ডালিমের সহকর্মী। এক বাড়িতে ভাড়া থাকার সুবাদে বাদীর সঙ্গে আরিফের পরিচয়। বুধবার বিকাল পৌনে ৬টায় ইফতারি দেওয়ার জন্য আরিফ বাদীর ঘরের দরজায় টোকা দেয়। বাদীর স্ত্রী দরজা খুলে ইফতারি নিয়ে আবার দরজা লাগিয়ে দেন। ইফতারির পর আবার আরিফ দরজায় নক করলে বাদীর স্ত্রী দরজা খুলেন। তখন অভিযুক্ত তার তিন মাসের শিশু সন্তানকে কোলে নেওয়ার বাহানায় ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। গৃহবধূকে আরিফ ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী চিৎকার করলে তার শিশু সন্তান ছিনিয়ে নিয়ে আরিফ তার ঘরে চলে যায়। সন্তানকে ফেরত পেতে গৃবধূকে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে হবে হুমকি দেয়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।