ঢাকার কেরানীগঞ্জে ভেজাল সেমাই ও ট্যাং তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নে মুক্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক ফাহমিনা আক্তার। এ সময় বাংলা ফুড অ্যান্ড বেভারেজ কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।