কালীগঞ্জে আহসানুল ইসলাম অর্কিড নামে অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। পাঁচ দিন পর গতকাল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অর্কিডের চাচা আমিনুর রহমান। স্বজনরা জানান, গত ৫ মার্চ অর্কিডকে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিনকে বিয়ে করে অর্কিড। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। গত বুধবার যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলায় মীমাংসার কথা বলে অর্কিডকে ডাকেন তারিন। এ সময় তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগযোগ মাধ্যমে আগুন দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।