সোনারগাঁয়ের রাউতগাঁও এলাকায় বাঁধন (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাকিবের বিরুদ্ধে। হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল চিকিৎসাধীন অবস্থায় বাঁধনের মৃত্যু হয়। নিহত বাঁধন রাউতগাঁওর বাদল মিয়ার মেয়ে।
পরিবার জানায়, ছয় মাস আগে পেচাইন এলাকার রাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বাঁধনের বিয়ে হয়। তাদের দাবি, স্বামী রাকিবের নির্যাতনেই বাঁধনের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক। এ বিষয়ে তদন্ত চলছে জানান সোনারগাঁয় থানার ওসি।