জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্পকারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তৃতা করেন- মাসুদ রানা প্রধান, আবু রায়হান উজ্জ্বল, আবু বক্কর সিদ্দিক, মনজুরে মওলা পলাশ প্রমুখ।