হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মদরিছ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। উপজেলার পশ্চিমভাগ গ্রামে গতকাল সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মদরিছ মিয়া পশ্চিমবাগ গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।