পাবনার ঈশ্বরদীতে অগ্নিকান্ডে ছয়টি পরিবারের ১৩টি বসতঘর ও ১৪টি ছাগল পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন। উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত গৃহবধূ হলেন- আসনা গ্রামের জিয়ারুল কাজীর স্ত্রী আগেলা বেগম (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে জিয়ারুল কাজী, রহমান কাজী, মকবুল কাজী, মাহাবুল কাজী ও জাহেদা বেগমের ১৩টি বসতঘর পুড়ে যায়। ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মীর আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১৩টি বসতঘর ছাড়াও ১৪টি ছাগল পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জিয়ারুল কাজী জানান, ঘরে শিশু সন্তান রয়েছে ভেবে তার স্ত্রী তাকে বাঁচাতে ঘরে ঢুকলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।