বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম গতকাল বগুড়ায় শুরু হয়েছে। শহরের শহীদ খোকন পার্কের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, টিসিবির বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান, ব্যবসায়ী আবু জাফর প্রমুখ।
টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অফিসপ্রধান সাদ্দাম হোসেন জানান, বগুড়া পৌর এলাকার পাঁচ স্থানে এসব পণ্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি হবে। প্রতিটি ট্রাকে ৪ শতাধিক উপকারভোগী ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন।