বাড়ির উঠানে ঘুরছে মেছো বাঘের তিন শাবক। সঙ্গে তাদের মা। শাবকগুলোর মা স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায়। এ প্রাণীগুলোর দেখা মিলে কুমিল্লার বরুড়ায়। গতকাল বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোল্লাবাড়ির উঠান থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নিশ্চিন্তপুর গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা কাজী আবদুল হাশেম মাস্টারের বাড়িতে বিকালের দিকে তিনটি শাবক ও একটি বড় মেছো বাঘ আসে। বন কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম বলেন, আমরা লোক পাঠিয়েছি। এগুলো উদ্ধার করে আনব। আমরা উপযুক্ত জায়গায় সেগুলো অবমুক্ত করব।
জাত। এ ধরনের বিড়াল এখন দেখা যায় না। মূলত তারা গ্রামের জঙ্গল বা ঝোঁপে বসবাস করে। হাঁস, মুরগি ধরে খায়। তবে খাবারের সন্ধানে মাঝে মাঝে তারা লোকালয়ে বেরিয়ে পড়ে। এগুলো কিছুটা হিংস্র প্রজাতির হয়।