মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে জেলার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা। মাগুরা-ঢাকা মহাসড়কে মাগুরা মেডিকেল কলেজের সামনে গতকাল এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির এম বি বাকের, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা বিএমএ সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান, জেলা বণিক সমিতির আহ্বায়ক হুমায়ন কবির রাজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন প্রমুখ। এ সময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় গণস্বাক্ষর নেওয়া হয়। বক্তারা বলেন, সাত বছর ধরে চলার পর মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।