ঢাকার সাভারে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার আমিন বাজার উত্তর কাউনদিয়া মৌজা এলাকায় গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। সাভারের ইউএনও আবুবকর সরকার বলেন, আমিন বাজার এলাকার টিবিসি ও বিবিসি ইটভাটার কোনো অনুমোদন নেই। পরিবেশ, ইটভাটার ছাড়পত্র ও মাটি কাটার ছাড়পত্র নেই। ফলে ভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সাভার এলাকায় পাশাপাশি দুটি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। কারখানা দুটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি ছিল জানান ইউএনও। বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।