লক্ষ্মীপুরে মাহে রমজান উপলক্ষে ৩ হাজার পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সামনে মাশআল্লাহ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জহির রায়হানের ব্যক্তিগত উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। ইফতারসামগ্রীর মধ্যে ছিল ছোলা, খেজুর, তেল ও মুড়ি। জহির রায়হান বলেন, গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করছি এবং করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক নিজাম উদ্দিন, কাজল কায়েস, আনিস কবির, আবদুল মালেক, শাহাবুদ্দিন প্রমুখ।