গাজীপুরে অটোচালক হাবিবুর রহমান হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকান্ডের এক দিন পর পিবিআই আলাদা স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন- নেত্রকোনার রবিন মিয়া (১৫) ও পঞ্চগড়ের মিজানুর রহমান (৩১)।
পিবিআই জেলা ইউনিটের পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার ধীরাশ্রম পাকা সড়কে কালভার্টের কাছে ধান খেত থেকে অটোচালক হাবিবুর রহমানের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই জিএমপি সদর থানায় মামলা করেন।