লালমাইয়ে অটোরিকশায় ধাক্কা লাগার জেরে ওমর ফারুক মজুমদার (৪৫) নামের অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে উপজেলার ফয়েজগঞ্জে এমআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও অটোচালকরা। এতে ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহত ফারুক নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের লুধুয়া এলাকার আবদুল বারেক মজুমদারের ছেলে।
লালমাই থানার ওসি শাহ আলম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ফারুককে পিটিয়ে আহত করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।