বিভিন্ন স্থানে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : মাহে রমজান উপলক্ষে বাগেরহাটে দরিদ্র ৮০ পরিবারের মধ্যে ইফতারসামগ্রী উপহার দিয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন। গতকাল সকালে শহরের বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে এক অনুষ্ঠানে এসব উপহার দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, চিনি, চিড়া, মুড়ি, তেল ও ডাল।
মাদারীপুর : আসন্ন রোজা উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জহির মৃধার পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে পূর্বরাস্তি এলাকায় এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধু সমাজকল্যাণ সংস্থা এ কর্মসূচির আয়োজন করে।