গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় একটি ঝুটের গুদামে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডে ঘটে। টঙ্গী দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, দুপুরে ওই এলাকার জনৈক খোকনের ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, তাদের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস তদন্ত শেষে বলা যাবে।