চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার নাম বদলে নিঃসন্তান মুক্তিযোদ্ধা চাচার ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। ভুয়া এনআইডি ও জাল ওয়ারিশ সনদের মাধ্যমে মৃত বীর মুক্তিযোদ্ধা চাচা বসু মিয়াকে কাগজেকলমে বাবা হিসেবে দেখিয়েছেন তিনি। অভিযুক্ত আবদুস শুক্কুর (৪৬) চিকনছড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও পেশায় গ্রাম পুলিশ। ঘটনা স্বীকার করে শুক্কুর বলেন, ভাতা তুলতে স্থানীয় একজনের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করে বানানো হয় ভুয়া এনআইডি। ভাতার ভাগ ইউপি সচিব ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারকেও দিতে হতো। শুক্কুর ২০০৮ সালে নিজের এনআইডি পান। ২০১৪ সালে চাচা বসু মিয়াকে বাবা সাজিয়ে করেন আরও একটি এনআইডি। জাল এনআইডি দিয়ে ২০১৫ সাল থেকে শুক্কুর তুলছেন বসু মিয়ার নামে আসা মুক্তিযোদ্ধা ভাতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’