লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬১ জন সদস্য পেলেন ভালো কাজের স্বীকৃতি। গতকাল লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে তাদের এই স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) শিরিন সুলতানা।