বসন্তবরণ ঘিরে একদিকে পিঠা খাওয়ার ধুম ও অন্যদিকে সাংস্কৃতিক পরিবেশনা। কলেজ আঙিনা যেন উৎসবের হাট। গতকাল এ উৎসবের হাট বসে কুমিল্লা নগরীর ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে। পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয় বর্ণিল সাজে। ১১টি পিঠার স্টল নিয়ে বসেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরিফুল ইসলাম। অধ্যাপক আবু জাহেদের সঞ্চালনায় বক্তৃতা করেন উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ।