ঝিনাইদহের শৈলকূপায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু, দন্ত ও ডায়াবেটিস স্বাস্থ্যসেবা ক্যাম্প করা হয়েছে। শুক্রবার উপজেলার আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠে এ ক্যাম্পে এক হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান সভাপতিত্ব করেন।