সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা দাবি করে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিএনপির এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ এনে মুক্তির দাবিতে মিছিল করে। ভাঙচুর চালায় প্রতিপক্ষের অফিসে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। উপজেলা সদরে শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত বিএনপির মজনু ও শহীদ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি শুক্রবার বিশেষ অভিযানে বংশিকুন্ডার ‘ওয়ার্ড যুবলীগের সহসভাপতি’ মিজানুর গ্রেপ্তার হন। বিএনপির একটি পক্ষের দাবি, পূর্বশত্রুতার জেরে স্বেচ্ছাবেক দল নেতা সুজন মেম্বার তাকে গ্রেপ্তার করিয়েছেন।