সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যাঁরা অকাতরে বিলিয়ে দিয়েছিলেন প্রাণ সেসব সূর্যসন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল হাতে নামে মানুষের ঢল। প্রথম প্রহরেই মানুষের পুষ্পশ্রদ্ধায় শহীদ মিনারের বেদিমূল ঢেকে যায় ফুলে ফুলে। রাত ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- যশোর : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। গাজীপুর : শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। নারায়ণগঞ্জ : ব্যতিক্রম আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেলা ও মহানগর জামায়াত ইসলামী। গোপালগঞ্জ : শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান। টাঙ্গাইল : শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শরীফা হক। রাজবাড়ী : শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সুলতানা অক্তার। নেত্রকোনা : শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। মুন্সিগঞ্জ : শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল নামে। মৌলভীবাজার : কুলাউড়ায় ভাষাসৈনিক রওশানা আরা বাচ্চুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মেহেরপুর : শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। মাগুরা : সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। লক্ষ্মীপুর : শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ। কিশোরগঞ্জ : শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। জামালপুর : ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম। হবিগঞ্জ : শহীদ মিনারে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, হবিগঞ্জ পুলিশ সুপার সাজেদুর রহমান পুষ্পঞ্জলী অর্পণ করেন। বাগেরহাট : শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রাসাশক আহমেদ কামরুল হাসান। নরসিংদী : পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। মাদারীপুর : জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, ভাষাসৈনিক পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলা চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা প্রশাসন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।