বাংলাদেশে অনলাইন বই বিপণনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রকমারি ডটকম ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করেছে।
২০২৪ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার-একাডেমিক, এই চার ক্যাটগরিতে মোট ৫৬টি পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারির সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের বিন আমিন, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক এহতেশামস রাকিব, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
অনুষ্ঠানে ১৩০০ এর বেশি লেখক, পাঠক, প্রকাশক ও বই-শিল্পের কর্মীদের উপস্থিতিতে মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে। এছাড়া দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশক, সম্পাদক, লেখক এবং বই-শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।
সমাপনী বক্তব্যে রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে বইয়ের বিস্তার ঘটানো ও মানুষের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে রকমারি ভবিষ্যতেও কাজ করে যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ