দেশের বৃহত্তম পর্যটন উৎসব ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী এ আয়োজন করে বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
এবারের মেলায় বিক্রয় ও বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই টিকিট বিক্রি করেছে প্রায় ৩ কোটি টাকার। মেলায় অংশগ্রহণ করেছেন ৪০ হাজার দর্শনার্থী।
এ আয়োজনের টাইটেল স্পনসর ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল আইএইচজি গোল্ড পার্টনার ও বিকাশ।
মেলার শেষ দিনে অংশগ্রহণকারী সংস্থাগুলোকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান, পরিচালক মো. তাসলিম আমিন শোভনসহ অন্যরা।
নুজহাত ইয়াসমিন বলেন, শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়; সংস্কৃতি, খাবার, রীতিনীতি সবকিছু মিলেই ট্যুরিজম। যা কিছু আমাদের নিজস্ব, সেটাই আমাদের ট্যুরিজম উপাদান। অন্য দেশের মতো করে দেখানোর প্রয়োজন নেই। স্থানীয়ভাবে, নিজের জায়গার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে সেগুলো উপস্থাপন করতে হবে।
মেলায় ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট ৮০টি প্রতিষ্ঠান ১৫০টি স্টল স্থাপন করে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইনস, এয়ার আরাবিয়া, থাই এয়ারওয়েজ, এয়ার এশিয়া, টার্কিশ এয়ারলাইন্স ও ড্রুক এয়ারসহ দেশি-বিদেশি বহু প্রতিষ্ঠান।
এবারের মেলায় মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্কসহ বিভিন্ন দেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সন্তোষজনক সাড়া পেয়েছে বলে জানায় টোয়াব। হোটেল ও রিসোর্ট প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড়ে ভ্রমণ প্যাকেজ বিক্রি করেছে।
মেলায় দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্যছাড়ে সেবা প্রদান করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। সাংস্কৃতিক আয়োজন ও দেশের পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া মেলায় দেশের পর্যটন খাতে অবদানের জন্য ১৩ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
বিডি-প্রতিদিন/এমই