দেশের উদীয়মান শিল্পগোষ্ঠী টিম গ্রুপ প্রস্তুত তৈরি পোশাক (আরএমজি) খাতে সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ান-এ আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ এ স্বীকৃতি প্রদান করে।
টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আব্দুল্লাহ হিল নাকিব পুরস্কার গ্রহণ করেন। এ সময় টিম ফার্মাসিউটিক্যালসের সিওও এম.এ. মনসুর এবং টুয়েলভ ক্লোদিংয়ের সিওও মো. মতিউর রহমানসহ গ্রুপের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২০০৯ সালে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং দিয়ে যাত্রা শুরু করে টিম গ্রুপ। পরে প্রতিষ্ঠানটি অ্যাপারেল মার্চেন্ডাইজিং-সহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে। টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত আবদুল্লাহিল রাকিব দেশের ফ্যাশন খাতে উদ্ভাবনী উদ্যোগ হিসেবে লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লোথিং প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল এটিকে একটি বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডে রূপান্তরিত করা। দেশে বর্তমানে টুয়েলভ ৪৪টি আউটলেট পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় অনলাইনে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে। ক্রমে টিম গ্রুপ ফার্মাসিউটিক্যালস, রিয়েল এস্টেট ও আইসিটি খাতে ব্যবসার পরিধি প্রসারিত করেছে। টিম ফার্মাসিউটিক্যালস বর্তমানে আফগানিস্তান, কম্বোডিয়া ও আফ্রিকার কিছু দেশে পণ্য রপ্তানি করছে, পাশাপাশি দেশের বাজারেও সরবরাহ করছে।
এই গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান ইনটেলিয়ার মূলত প্রযুক্তি সেবা প্রদানকারী কোম্পানি, যা সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয়ে উদ্ভাবনী অ্যাপ্লিকেশন ও প্রোডাক্ট তৈরি করে। প্রতিষ্ঠানটি দেশের স্মার্ট ইন্ডাস্ট্রি গড়ে তুলতে কাজ করছে এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নেও সম্পৃক্ত। দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে আবদুল্লাহিল রাকিব জীবদ্দশায় একাধিক সম্মাননা অর্জন করেন। এর মধ্যে রয়েছে ফিলিপ কটলার কর্তৃক এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, সি-সুইট কর্তৃক সিইও অব দ্য ইয়ার।
বিডি প্রতিদিন/এমআই