সম্প্রতি মিনিস্টার ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন কনভার্টেবল ভার্টিক্যাল ফ্রিজার। যা টোকা দিলেই দরজা খুলে যায়। এছাড়াও এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যা ফ্রিজার থেকে নরমাল রেফ্রিজারেটরে কনভার্ট করা যায় সহজেই।
ফ্রিজের দুনিয়ায় প্রতিনিয়তই বিপ্লব চলছে। বাজারে এমনি এক বিপ্লবের অংশ হতে যাচ্ছে মিনিস্টার। দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ‘মিনিস্টার মাইওয়ান হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড’ বাংলাদেশে সর্ব প্রথম বাজারজাত করছে নতুন প্রজন্মের নো-ফ্রস্ট রেফ্রিজারেটর-RF-625WPGSV ও BD-336W। যা গ্রাহকদের সম্পূর্ণ ভিন্নরকম অভিজ্ঞতা দিবে।
সম্প্রতি মিনিস্টারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত রেফ্রিজারেটর দুটি উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, মো. ইসহাক জোয়ার্দ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক কর্ণেল মো. মাহবুবুর রহমান (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
টেকনোলজির উন্নয়নের যুগে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকের জীবনকে আরও সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে মিনিস্টার ইলেকট্রনিক্স বাজারে নিয়ে এসেছে দুটি ভিন্ন মডেলের 625 ও 336 LITER এর নো-ফ্রস্ট রেফ্রিজারেটর।
নতুন এই রেফ্রিজারেটর দুটিতে রয়েছে এআই বা টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে খাবারকে রাখবে সতেজ ও পুষ্টিকর। এছাড়াও উভয় মডেলেই রয়েছে ফাস্ট কুলিং ফাংশন, যা দ্রুত খাবার ঠান্ডা করতে সাহায্য করবে।
BD-336W মডেলটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার যেমন : নক টু ওপেন ফাংশন যা কেবল দরজায় হালকা টোকা দিলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এই মডেলে আরও আছে এআই মোড, যেখানে ফ্রিজার স্বয়ংক্রিয়ভাবে-১৮°C তাপমাত্রায় চলবে, আর ডোর ওপেন এলার্ম, যা রেফ্রিজারেটর ভুলবশত খোলা রাখলে প্রতি তিন মিনিট পরপর এলার্ম দিয়ে খাবার নষ্ট হওয়া থেকে সচেতন করবে।
অন্যদিকে, RF625WPGSV মডেলটিতে রয়েছে উন্নত ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল, অটো লক/আনলক সিস্টেম, ডোর ওপেন এলার্ম এবং এনার্জি সেভিং টেকনোলজি। ফ্রিজের কম্পার্টমেন্টের জন্য টেম্পারেচার রেঞ্জ ২°C থেকে ৮°C এবং ফ্রিজারের জন্য -১৫°C থেকে -২৪°C পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে। রেফ্রিজারেটর দুটির মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজি, উন্নত কুলিং সিস্টেম, পরিবেশবান্ধব ও টেকসই ডিজাইন এবং স্মার্ট ফিচারের সমন্বয়।
বিডি প্রতিদিন/এমআই