দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন। এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৯২৪ জন, মারা গেছেন ৩৪৩ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের হাসপাতালে ১৪৬, চট্টগ্রাম বিভাগে ১১৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭, ঢাকা উত্তর সিটিতে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫১, খুলনা বিভাগে ৭২ (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৫ (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে দুই (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ১০ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। গতকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ডিএনসিসি কভিড ডেডিকেটেড হাসপাতালে একজন, চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে একজন এবং ন্যাশনাল হাসপাতালে একজন মারা গেছেন।