রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ আগামী ২৯ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। গতকাল রাত ৯টায় ব্রাকসুর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান। গতকাল নির্বাচনের তফসিল শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। শীতকালীন ছুটির মধ্যে নির্বাচন না দেওয়া এবং দাবি অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন না হওয়ায় তফসিল প্রত্যাখ্যান করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানান। নির্বাচনের সময় এগিয়ে নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন দেওয়া না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২-৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪-৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে তফসিল প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন, ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। যাতে আমাদের ব্রাকসুতে তারিখ পরিবর্তন না করতে হয়, সব দিক বিবেচনা করে তারিখ নির্ধারণ করা হয়েছে।