নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খুলনার বটিয়াঘাটা শহররক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত তিন দিনে কচুবুনিয়া মহাশ্মশান ও তেঁতুলতলা সংযোগস্থলে বাঁধে মাটি, গাছপালা ভেঙে পানিতে বিলীন হয়। তবে ভাঙন রোধে এখনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এলাকাবাসী জানায়, উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুবুনিয়া মহাশ্মশান ও ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলার সংযোগস্থলে শহররক্ষা বেড়িবাঁধে হঠাৎ করে গত শনিবার সকালে ভাঙন দেখা দেয়, যা ওই দিন বিকেল হতে না হতেই আরও মারাত্মক আকার ধারণ করে পিচের রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। রাস্তার পাশে পল্লি বিদ্যুৎ সমিতির হাইভোল্টেজের বিদ্যুৎ এর পিলার ও বিদ্যুৎ সংযোগ রয়েছে ঝুঁকির মুখে। খবর পেয়ে পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অপরদিকে শহররক্ষা বেড়িবাঁধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে বেড়িবাঁধ ভেঙে জলমা ইউনিয়নের বড় বড় জনগুরুত্বপূর্ণ স্থাপনাসহ শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
স্থানীয়রা জানান, প্রভাবশালী মহল কাজিবাছা নদীর ওই স্থানে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন করায় তীরে বেড়িবাঁধে ভাঙন ধরেছে। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ তবে গতকাল সরেজমিন ওই স্থানে গিয়ে পাউবোর কাউকে পাওয়া যায়নি। পাউবোর উপসহকারী প্রকৌশলী (বটিয়াঘাটা পানি উন্নয়ন শাখা) মো. সাইদুর রহমান বলেন, ‘ভাঙন রোধে আপাতত ওই স্থানে বালির বস্তা ডাম্পিং করা হবে। একজন ঠিকাদারকে এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দু-এক দিনের মধ্যে কাজ শুরু করবেন।’