রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টা ৫ মিনিটে বেইলি রোডের কেএফসির পাশে একটি ১৮ তলা ভবনের ১৪ তলার কিচেনে আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসিন্দারা নিয়ন্ত্রণ করে ফেলে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিব আল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কেএফসির পাশে একটি বহুতল ভবনের ১৪ তলার কিচেন থেকে ধোঁয়া বের হতে থাকে। ঝুঁকি বিবেচনায় টার্ন টেবল লেডার (টিটিএল) গাড়িসহ ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই ভবনের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন।
ফায়ার সার্ভিসের কাজ করার প্রয়োজন হয়নি। পরে টিটিএল গাড়িসহ অন্যান্য ইউনিট ফেরত আসে। তিনি আরও বলেন, যেখানে আগুন লেগেছে- সেটি আবাসিক ফ্লাট। বহুতল ভবন হওয়ায় ফায়ার সার্ভিস সবধরনের প্রস্তুতি নিয়ে সেখানে গিয়েছিল।