আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানত ৫০ হাজারের পরিবর্তে ২০ হাজার টাকা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এনপিপি প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাই আমাদের সব সময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহাসচিব আনিসুর রহমান দেওয়ান, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আবদুল হাই মণ্ডল, প্রেসিডিয়াম সদস্য ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, শেখ আবুল কালাম প্রমুখ।