রাজধানীর বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২১৭৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দেওয়া হয়। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক বিভাগ বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের ওপর ২১৭৬টি মামলা করে। মহানগরের মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা, রমনা, লালবাগ এলাকায় এসব মামলা করা হয়। অভিযানকালে ৪৯৯টি গাড়ি ডাম্পিং ও ১৪১টি রেকার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।