মৌলভীবাজার সদর উপজেলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। বসুন্ধরা শুভসংঘের মৌলভীবাজার জেলা সভাপতি মহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের রানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, সাংবাদিক সৈয়দ বায়তুল আলী, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সাংবাদিক ইউনিয়নের আনসার আহমদ সমসাদ, হাওর রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব খসরু চৌধুরী, জাতীয় পরিবেশ আন্দোলনের সদস্য আ স ম সালেহ সোহেল, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেফুল, আইনজীবী মোস্তাক আহমদ মম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী।
উল্লেখ্য তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কেন্দ্রে ১৫ জন দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি মাসের শুক্র ও শনিবার ওই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।