দেশের ওষুধশিল্প ও একাডেমিয়ার পারস্পরিক সম্পর্ক জোরদারে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ১২তম ফার্মা ফেস্ট ২০২৫। ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব যৌথভাবে দুই দিনব্যাপী এ ফেস্টের আয়োজন করে।
‘পুনঃনকশা, পুনর্বিন্যাস, পুনরুজ্জীবিত’ স্লোগানে বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ফেস্টে ফার্মা অলিম্পিয়াড; পোস্টার প্রেজেন্টেশন ও গবেষণা প্রদর্শনী; বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে জ্ঞান, মেধা ও প্রতিযোগিতার মনোভাবের চমৎকার প্রকাশ ঘটায়। ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শারিয়ার বলেন, এই ফেস্টের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও হেলথকেয়ার সেক্টরকে একত্রিত করছি, যাতে দেশের স্বাস্থ্য খাত আরও সমৃদ্ধ হয়।