সপ্তাহজুড়েই দরপতন হয়েছে শেয়ারবাজারে। গত পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৩ পয়েন্ট সূচক কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ৫ হাজার পয়েন্টের নিচেই রয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। কমেছে সবকটি মূল্যসূচকও।
সপ্তাহের শেষ দিনে গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.৯৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির। টাকার পরিমাণে ডিএসইতে মোট ৪১৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সে অনুযায়ী ডিএসইতে লেনদেন কমেছে ৬৫ কোটি টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০.১২ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ১৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৯০টি কোম্পানির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ১৩টির।
সিএসইতে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।