সিলেটে হত্যাকাণ্ডের প্রায় ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে। র্যাব জানায়, সে কোম্পানীগঞ্জ থানায় ২০১১ সালের ২৪ আগস্ট দায়েরকৃত একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।