বগুড়ায় পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পারিবারিক পুষ্টি উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় কৃষি উদ্যোক্তা, স্কুলের শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে পুষ্টিমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল টিএমএসএস আয়োজনে বগুড়ার জয়পুরপাড়ায় টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলা হয়। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ডানিডা এবং পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় টিএমএসএস প্রকল্পটি বাস্তবায়ন করছে। রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট প্রকল্পের আওতায় আয়োজিত উক্ত পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন করেন পিকেএসএফের প্রোগ্রাম অ্যান্ড নিউট্রিশন স্পেশালিস্ট কপিল কুমার পাল। মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ। বক্তব্য রাখেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। সভাপতিত্ব করেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান।