চার দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হবে। বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে। এ ছাড়া স্বাক্ষর হতে পারে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্র এসব তথ্য জানায়।
সূত্র জানায়, গত জুনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়। নানা কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়। এখন উনি আসছেন।
চার দিনের সফরে বৃহস্পতিবার তিনি ঢাকায় আসবেন। ঢাকা সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ?সের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও বৈঠকে বসবেন জাম কামাল খান।
সংশ্লিষ্টরা জানান, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য কীভাবে চাঙা করা যায়, সে বিষয়টি গুরুত্ব পাবে। দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে জাম কামাল খানের ঢাকা সফরের সময় এই সমঝোতা স্মারক সই হতে পারে। বাণিজ্যবিষয়ক এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবেন দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা।