ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলার আলোচিত দম্পতি। তাদের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের উত্থান-পতন নিয়ে বরাবরই সরগরম থাকে দুই দেশের বিনোদন অঙ্গন। এবার নতুন করে ফের আলোচনার কেন্দ্রে এই তারকা দম্পতি।
সম্প্রতি অভিনেত্রী মিথিলার একটি পডকাস্ট সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে— তাহলে কি সৃজিত-মিথিলার সম্পর্কে ফাটল ধরেছে?
পডকাস্টে মিথিলা বলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।” তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, দাম্পত্য জীবনে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
অন্যদিকে, টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে আরেক গুঞ্জন— সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় নাকি ঘনিষ্ঠ হচ্ছেন। শুভ সপ্তমীর দিন সৃজিত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন, যা নিয়ে শুরু হয় নতুন জল্পনা।
ছবিগুলোতে দেখা যায়, পূজা মণ্ডপে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তারা। দুজনের পরনে ছিল ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ি। ছবিগুলো নিছক বন্ধুত্ব নাকি অন্য কিছু— তা পরিষ্কার করেননি কেউই, তবে এর মধ্যেই আলোচনার ঝড় উঠেছে দুই বাংলার বিনোদনমহলে।
অন্যদিকে, পডকাস্টে সঞ্চালক যখন সরাসরি জানতে চান “সৃজিত মুখার্জি এখনও কি আপনার স্বামী?”, তখন মিথিলা রহস্য রেখে জবাব দেন “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।”
তবে পরক্ষণেই অভিনেত্রী বলেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নাম আছে।”
এই সংযত অথচ কৌশলী উত্তরেই নতুন করে জল্পনা ছড়িয়েছে সৃজিত-মিথিলার সম্পর্ক ঘিরে।
তাদের ভক্তরা এখন অপেক্ষায়, এই আলোচনার শেষে নতুন কোনো ঘোষণা আসে কিনা— নাকি এই সম্পর্ক আরও জটিল মোড় নেয়।
বিডি প্রতিদিন/আশিক