গাজীপুরের শ্রীপুরে প্রবাসী বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ) গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কর্মী-সমর্থকদের সঙ্গে উপজেলার রাজেন্দ্রপুর বাজার থেকে তিনি প্রচারণা শুরু করেন।
দিনভর রাজাবাড়ী বাজার, শ্রীপুর বাজার, টেংরা, জৈনাবাজার, বরমী, কাওরাইদসহ বিভিন্ন এলাকায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও প্রচারণা চালান প্রবাসী এই বিএনপি নেতা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণের একপর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, বিএনপির ৩১ দফা জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া আজকের কর্মসূচির মূল লক্ষ্য। মাদকমুক্ত সমাজগঠন ও জনসাধারণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আমার অঙ্গীকার।
বিডি প্রতিদিন/এমআই