রংপুরের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে পরামর্শক সভা করেছে রংপুর মহানগর বিএনপি। ‘সমৃদ্ধ রংপুর’ শীর্ষক এই সভা মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে রংপুর-৩ (সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তাই ‘সমৃদ্ধ রংপুর’ কর্মসূচির আওতায় একটি সুসংগঠিত, পরিকল্পিত ও উন্নত রংপুর গড়ার লক্ষ্যে নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।
যার মধ্যে রয়েছে- রংপুর-৩ আসনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, জনসংখ্যা অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস, রংপুর মেডিকেল কলেজসহ স্বাস্থ্যসেবা খাতে সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য বীমা চালু ও হতদরিদ্রদের জন্য সুলভ মূল্যে চিকিৎসাসেবা, নগরায়ন ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা, আইসিটি খাতকে গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিস্তার, উত্তরের কৃষির আধুনিকায়ন ও কৃষি পণ্যের বাজারজাতকরণ ও রপ্তানি সহজীকরণ, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠা, লোক সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশ প্রভৃতি।
অনুষ্ঠানে বিএনপি নেতা সুলতান আহমেদ বুলবুল, মকবুল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ