ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পানিতে ডুবে ছাহাদ বিশ্বাস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এই ঘটনা ঘটে। ছাহাদ ওই গ্রামের সবুজ বিশ্বাসের ছেলে।
জানা গেছে, দুপুর ১টার দিকে শিশু ছাহাদ বাড়ির পাশে খেলছিল। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জিকে সেচ খালের পানিতে তার দেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ