“তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা যদি সত্য প্রকাশ করেন, তাহলে যারা সুশাসনের পরিপন্থী কাজে জড়িত, তারা দ্বিতীয়বার চিন্তা করবে। আমরা প্রায়ই এখানেই ভুল করি। একজন সাংবাদিক ভোটার হিসেবে ভোট দিতে পারেন, কিন্তু দলীয় রাজনীতিতে জড়িয়ে গেলে সত্য প্রকাশ কঠিন হয়ে যায়। তখন সাংবাদিকতা পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের উচিত জনগণের উপর আস্থা রাখা। জনগণই সিদ্ধান্ত নেবে, কে রাজনীতিবিদ হবেন, ভবিষ্যতে কে রাষ্ট্র পরিচালনা করবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।
তিনি তাঁর উপস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা, সামাজিক বৈষম্য, তারুণ্যের উৎসব, নতুন বাংলাদেশের সূচনা, জনসচেতনতামূলক কার্যক্রম, গুজব, ফেইক নিউজ ও ফ্যাক্ট চেকিং নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় কম্পিউটার স্ক্রিনে ডকুমেন্টেশন প্রদর্শন করা হয়।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সহযোগিতা করে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।
বিডি প্রতিদিন/আশিক