অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকার বেসরকারি খাতকে সহায়তা করতে আগ্রহী। আমাদের লক্ষ্য দেশকে তাইওয়ানের মতো শিল্প সমৃদ্ধ করা, চীনের মতো নয়।’ গতকাল রাজধানীর একটি হোটেলে ‘গবেষণা থেকে বাজার : একাডেমিয়া-শিল্পখাত গবেষণা অংশীদারির মাধ্যমে বাংলাদেশের উদ্ভাবন ইকোসিস্টেমকে শক্তিশালী করা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে। বৈঠকে অর্থ উপদেষ্টা ব্যবসায়ী-উদ্যোক্তাদের গবেষণায় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা নিজেদের স্বার্থের বাইরে এসে মানুষের বৃহত্তর কল্যাণে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করুন।’ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যখন দেশে পর্যাপ্ত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে, তখন ব্যাংকক বা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন কী?’
ড. সালেহউদ্দিন বলেন, সরকারের গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগকৃত প্রতিটি টাকাই যেন উৎপাদনশীলতা, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে অবদান রাখে তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকারের একাধিক গবেষণা প্রতিষ্ঠান থাকলেও অনেক ক্ষেত্রেই এসব প্রতিষ্ঠান প্রত্যাশিত ফল দিতে পারছে না। তিনি যোগ করেন, এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসী বিজ্ঞানীদের সঙ্গে বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য উদীয়মান শিল্পখাতে একটি সেল প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য দেন বিসিএসআইআর চেয়ারম্যান শামীমা আহমেদ।