বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি ১৭ আবারও আলোচনায়। গত ৬ অক্টোবর প্রচারিত শিশু স্পেশাল পর্বে কলকাতার ক্ষুদে প্রতিযোগী পুরভ ভট্টাচার্য তার বুদ্ধিমত্তা এবং অমিতাভ বচ্চনের সঙ্গে মজাদার আলাপচারিতার জন্য শিরোনাম হয়েছে।
ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ডে দ্রুততম হয়ে হট সিটে বসার সুযোগ পায় পুরভ। কুইজ পর্বের মাঝে অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপের সময় পুরভ তাকে সরাসরি ভূত আঙ্কেল বলে সম্বোধন করে। সেই মুহূর্তেই হাসিতে ফেটে পড়ে সেটে উপস্থিত সবাই।
পুরভের এই সম্বোধন শুনে মজাদার ভঙ্গিতে অমিতাভ বচ্চন বলেন, আমি ভূতনাথ ছবিতে অভিনয় করেছিলাম ঠিকই কিন্তু আমি তো আর ভূত নই। ক্ষুদে পুরভও নাছোড়বান্দা! সঙ্গে সঙ্গে সে উত্তর দেয়, হ্যাঁ, আপনি ভূত। এরপর বিগ বি তাকে ভূত দেখার অভিজ্ঞতা জিজ্ঞাসা করলে পুরভ সোজাসাপটা উত্তর দেয়, হ্যাঁ, আপনাকে দেখেছি।
২০০৯ সালের জনপ্রিয় পারিবারিক কমেডি ছবি 'ভূতনাথ'-এ অমিতাভ বচ্চন একটি বন্ধুত্বপূর্ণ ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন।
এদিন পুরভ তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মোট ১০টি প্রশ্নের সঠিক উত্তর দেয়। কিন্তু ১১তম প্রশ্ন, যার মূল্য ছিল ৭.৫০ লক্ষ টাকা, সেখানেই সে থমকে যায়। সমস্ত লাইফলাইন ব্যবহার করার পর পুরভ অডিয়েন্স পোল লাইফলাইনটি ব্যবহার করলেও দুর্ভাগ্যবশত উত্তরটি ভুল হয়। ফলস্বরূপ, সে ৫ লক্ষ টাকা জিতে শো থেকে বিদায় নেয়।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল